30 C
Kolkata
Tuesday, March 26, 2024
spot_img

রবীন্দ্র জন্মোৎসবে মাতল হাবড়া লোকালের নিত্যযাত্রীরা

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ

কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিচারণ করতে কোনো দিন লাগে না, লাগে না কোনো নির্দিষ্ট স্থান। ১১ই মে সকাল ৮ টা ৫৫ মিনিটের হাবড়া শিয়ালদহ লোকালের প্রথম মহিলা কামরায় রবীন্দ্র জন্মোৎসব পালন হল। মূলত বিগত বছর থেকে ট্রেনের মধ্যে রবীন্দ্র জন্মোৎসব পালন শুরু করেন মহিলা নিত্যযাত্রীরা।

২৫ শে বৈশাখের দুই দিন পর এদিন সকাল ৮ টা ৫৫ মিনিট নাগাদ উত্তর ২৪ পরগনার হাবড়া শিয়ালদহ লোকালের প্রথম মহিলা কামরায় রবীন্দ্র জন্মোৎসব পালন হয়। এদিন সকালে হাবড়া স্টেশনে ২ নং প্ল্যাফর্মে হাবড়া লোকাল এসে দাঁড়াতেই মহিলারা ব্যাস্ত হয়ে পড়েন ট্রেনটিকে গাঁদাফুল ও রজনীগন্ধা মালা দিয়ে সাঁজাতে। ফুল দিয়ে ট্রেনটিকে সাঁজানোর পাশাপাশি নিজেরাও সেজেগুজেও ট্রেনে চেপে বসেন। এরপর চলন্ত ট্রেনেই শুরু রবীন্দ্রচর্চা, গান, আবৃত্তি, নৃত্য আলোচনার মাধ্যমে কবি গুরুর স্মৃতি চারন করা হয়।

নৃত্যযাত্রী পায়েল সোম চৌধুরী বলেন, রবীন্দ্র নাথ এমন একজন মানুষ ছিলেন যে তাকে শুধু ২৫ শে বৈশাখ মনে করার দরকার পড়ে না। সারা বছরই আমাদের মনের মধ্যে থাকে।

শিক্ষিকা অঞ্জনা মুখার্জী জানান, আমাদের দিনের অনেকটা সময় ট্রেনের মধ্যেই থাকতে হয়, বিগত কয়েক বছর ধরে আমরা সবাই এক সঙ্গে ট্রেনে যাতায়াত করি। তাই সব সময়ই বন্ধুরা মিলে কবি গুরুর স্মৃতি চারন করা হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles