36 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বাংলাদেশের আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে : নাসিম

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বাটি চালান দিয়ে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। ফাইনাল খেলা হবে। সেই খেলায় থাকবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। খালেদা জিয়া সহ আপনারা নির্বাচনে আসুন। দেখি জয়-পরাজয় কার হয়। ৮ই মে মঙ্গলবার ভোলার চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। ডিসেম্বরে নির্বাচন হবে এর কোনো বিকল্প নেই। খুব বেশি হলে জানুয়ারির প্রথম সপ্তাহে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্বাচনে আসেন কোনো সমস্যা নেই। আমরা একা মাঠে আর খেলতে চাই না। মন্ত্রী আরো বলেন, ১৪ সালে আপনারা ভুল করেছেন। আমরা মার্শাল এর মধ্যে নির্বাচন করেছি। আপনারা নির্বাচন করেন। নির্বাচন করে জনগণের রায় মেনে নিন।

এ সময় বিশেষ অতিথি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের নির্বাচনে। আগামী নির্বাচনে বিএনপির জামানত থাকবে না। ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী প্রমুখ। পরে মন্ত্রী ও উপমন্ত্রী ১০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles