32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বাংলাদেশের গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপিল করবে ইসি

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিল করবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এ বিষয়ে কমিশনের আইনজীবীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৮ই মে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ক নীতিমালা প্রণয়ন বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

সচিব বলেন, 'গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের সীমানা নিয়ে জটিলতা নেই- স্থানীয় সরকার মন্ত্রণালায়রে কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার হওয়ার পরই তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরও গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়া দুর্ভাগ্যজনক। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি। তিনিই বিষয়টি দেখভাল করবেন। আশা করছি আমরা সেখানে নির্বাচন করতে পারব।'

আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একজনের করা রিট আবেদনের প্রেক্ষিতে গত রবিবার হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে গাজীপুর সিটি নির্বাচন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles