ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
পচা মাংস বিক্রির অভিযোগে গড়িয়ায় আটক এক ব্যবসায়ী। ধৃতের নাম কিশোর নস্কর। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০ কেজি মাংস। ওই মাংস বাজেয়াপ্ত করেছে সোনারপুর থানার পুলিশ।
৮ই মে সকালে মাংস নিয়ে ট্রেনে চেপে পার্কসার্কাস থেকে গড়িয়া আসেন কিশোর। তার সঙ্গে থাকা বস্তায় মাংস দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। অভিযোগ, ওই মাংস পচা। স্থানীয়রা তখন কিশোরকে আটকে রাখেন এবং এলাকার কাউন্সিলরকে খবর দেন।
এরপর স্থানীয় কাউন্সিলর বিভাস মুখার্জি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান। তিনি কিশোরকে মাংসের ব্যাপারে প্রশ্ন করলে সে জানায়, পার্কসার্কাস থেকে ওই মাংস এনেছে। তাঁর কাছে মাংস কেনার রসিদও রয়েছে। গড়িয়ার বাজারে ওই মাংস বিক্রি করার কথা ছিল। এরপর স্থানীয়রাই সোনারপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে কিশোরের কাছ থেকে ৩০ কেজি মাংস বাজেয়াপ্ত করে এবং তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যে ওই মাংস কোথা থেকে কীভাবে সংগ্রহ করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।