33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশে বজ্রপাতে ৯ জনের প্রাণহানী

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

সিলেট ও ময়মনসিংহের ৪টি জেলায় বজ্রপাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের মধ্যে মৌলভীবাজারে ২ জন, শেরপুরে ৪ জন, হবিগঞ্জে ২ জন এবং সুনামগঞ্জে ১ জন। ৭ই মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটে।

শেরপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, আলাদা আলাদ বজ্রপাতে স্কুলছাত্রী সহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পাঘারিয়া মির্জাবাজার গ্রামের হাফেজ সোহেল মিয়ার মেয়ে শারমিন, সদর উপজেলার হালগড়া গ্রামের আকু শেখের ছেলে আব্দুর রহিম, নকলা উপজেলার মোজারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মো. আনিসুর রহমান।

বাংলাদেশের সিলেট অফিস থেকে জানানো হয়, মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের ইসলাম মিয়ার ছেলে মফিজ মিয়া (৩০) ও সদর উপজেলার খলিলপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামাদ (১৫)। আহরা হলেন- বরুণা গ্রামের রশীদ মিয়া (৩৬), রফিক মিয়া (৫০) ও নজির মিয়া (৬০)।

এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে নবকুমার দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নবকুমার উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। নিহতরা হলেন- উপজেলার কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)। আহত কৃষ্ণধন বৈষ্ণব (৩২) তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles