সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :
প্রচার মিছিল থেকে বিজেপির দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলার পরে বিজেপির লোকজন পাল্টা হামলা চালায় তৃণমূলের উপরে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জামবনি ব্লকের দুবড়া অঞ্চলের বেলিয়া গ্রামে। ৭ই মে জামবনি ব্লকের দুবড়া অঞ্চলের বেলিয়া এবং খাটকুড়া গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে তৃণমূলের কর্মী, সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্তরের প্রার্থীদের প্রচারের জন্য বাইকে মিছিল করছিল। ওই একই সময়ে বেলিয়া গ্রামে দলীয় প্রার্থীদের হয়ে পোস্টার,ব্যানার, দলীয় পতাকা লাগাচ্ছি বিজেপির কর্মী ও সমর্থকরা। বিজেপির অভিযোগ তৃনমূলের বাইক মিছিল থেকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয় এবং দলীয় পতাকা , ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
অভিযোগ, বিজেপির লোকজন তাদের উপর চড়াও হয়ে টাঙ্গি দিয়ে মারে কর্মীদের। এছাড়াও তৃণমূলের সাতটি বাইকে ভাঙ্গচুর চালানো হয় অভিযোগ। এই ঘটনায় তৃনমূলের বেশ কয়েকজন আহত হয়।
অন্যদিকে বিজেপির অভিযোগ, তারা আগে কোন মারধর করেনি। তাদের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে দেয় তৃনমূল। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে। জামবনি ব্লকের বিজেপির মন্ডল সভাপতি, জামবনি জেলাপরিষদের প্রার্থী তরুন বেজ বলেন আমাদের কেউ আহত হননি। তৃণমূলের লোকজন আমাদের উপর চড়াও হয়ে হামলা করেছিল। আমরা প্রতিরোধ করেছি কেবলমাত্র। আর বাইক আমারা ভাঙিনি। ওরা নিজেরা পালাতে গিয়ে পড়ে বাইক ভেঙেছে। অপরদিকে একইরকম ভাবে খাটকুড়াতে বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।