ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যা মামলায় নিম্ন আদালতের ৫ বছরের কারাদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে যোধপুর আদালতে সলমন খানের আবেদনের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত হয়। ৭ই মে আদালতে হাজিরা দেন সলমন। তাঁর আইনজীবী মহেশ বরা সওয়াল শুরু করার জন্য সময় চাওয়ায় জেলা ও দায়রা আদালতের বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা শুনানি স্থগিত করে দেন।
মূলত ৬ই মে মুম্বই থেকে যোধপুর পৌঁছে যান সলমন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। শুনানি স্থগিত হয়ে যাওয়ার কথা শুনে আদালত ছেড়ে চলে যান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
প্রসঙ্গগত ১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে সলমন, সইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে ২ টি কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে। এই মামলায় ৫ই এপ্রিল সলমনের ৫ বছরের কারাদণ্ডের সাজা হয়। এমনকি ২ রাত যোধপুরের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান সলমন।