36 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

মোবাইল অ্যাপের সাহায্যে অটো সার্ভিস চালু করছে উবের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

মার্কিন সংস্থা উবের ক্যাব পরিষেবার কথা আমরা সবাই জানি। এবার এই সংস্থা নিয়ে আসছে অটো পরিষেবা। অর্থাৎ এবার মোবাইল অ্যাপ থেকেই ডেকে নিতে পারবেন অটো। এমনকি ক্যাব পরিষেবার মতো সময়মতো গন্তব্যে পৌঁছে যাবে অটো। তবে এই পরিষেবা আপাতত চালু হতে চলেছে বেংগালুরু ও পুনেতে।

তবে ইতিমধ্যেই অটোর বাজারে নেমেছে ওলা। ২০১৪ সালেই চালু করেছে দেশের ৭৩টি শহরে। ১ লাখ ২০ হাজার অটো এখন ওলা-র সার্ভিস দিচ্ছে।

উবের তরফে জানানো হয়েছে, 'দেশের বহু শহরে অটো জনপ্রিয়। ‌যাত্রীদের পছন্দের কথা ভেবে আমরা বেঙ্গালুরু ও পুণেতে অটো সার্ভিস চালু করছি। এই পরিষেবা আমরা ফের চালু করছি।'

প্রসঙ্গগত এর আগেও ২০১৬ সালে উবের দিল্লি, কোয়েম্বাতুর, ইন্দোর ও ভূবনেশ্বরে অটো সার্ভিস চালু করা চেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়। আর তাই ফের আরও একবার এই প্রচেষ্টা শুরু করতে চলেছে উবের সংস্থা। এমনকি উবের ক্যাবের মতোই উবের অটোতে বিভিন্ন 'সেফটি ফিচারস' থাকবে বলেও জানান, এর পাশাপাশি যাত্রীরা ভাড়া মেটাতে পারবেন ক্যাশ, পেটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles