শান্তনু বিশ্বাস, বাগদাঃ
জেলায় যখন মোটা মুটি গরমে হাসফাস করছে মানুষ আর ঠিক তখনই বাগদা থানার অন্তরগর্ত বেশ কিছু এলাকায় মালিপোতা পঞ্চায়েতের আন্দুলপোতা, সন্তোষা, পাঁচপোতো, নাটাবেড়িয়া সহ প্রায় ১০ টি গ্রামে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায়। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয় এই কয়েকটি গ্রাম।
মূলত ৬ই মে বাগদা থানার অন্তরগর্ত বেশ কিছু এলাকায় প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে কোথাও শতাধিক টিন , টালির বাড়িঘর, গাছপালা ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। আবার কোথাও কয়েকশো বিঘা জমির ধান, পাট, পটল, কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মালিপোতা পঞ্চায়েতের প্রধান মদন দাস বলেন, প্রায় ৫০ টি দুর্বল বাড়ি একেবারে নষ্ট হয়ে গিয়েছে , মাঠের ফসলের ক্ষতির পরিসংখ্যান নিয়ে বিডিওকে জানাচ্ছি ৷ এমনকি স্থানীয় পঙ্কজ দাস নামে এক ব্যাক্তির বাড়ি উড়িয়ে নিয়ে অন্য জায়গায় গিয়ে পড়েছে তারা খোলা আকাশের নীচে বাস করছে বলে কান্নায় ভেঙে পড়েন ৷ এদিন রাত ৩টে নাগাদ হঠাৎ ৩০ মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে বিদ্যুৎ-এর খুটিও উপড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বর্তমানে।