33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশে ৬০টি সোনার বার সহ বিমানের গাড়িচালক আটক

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

৭ কেজি ওজনের ৬০টি সোনার বার সহ বিমানের এক গাড়ি চালককে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। ৬ই মে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. বিল্লাল হোসেন। তিনি রাষ্ট্রায়াত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন গাড়িচালক বলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান।

তিনি বলেন, ৬ই মে বেলা আড়াইটার দিকে ৮ নম্বর গেইট দিয়ে বিল্লাল একটি মাইক্রোবাস নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা গাড়িটি আটকায়। তল্লাশি চালিয়ে তারা ওই গাড়িতে চালকের পাশের আসনের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় ৭ কেজি বলে জানান অথেলো চৌধুরী।

এছাড়া তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে, আমজাদ নামে একজন ট্রলিম্যান তাকে ওই টেপ মোড়ানো প্যাকেটটি দিয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমজাদের তা নেওয়ার কথা ছিল। কাস্টমস কর্মকর্তারা আমজাদকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায় বলে জানান তিনি। আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles