32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

প্যারিস হামলায় ট্রাম্প্যের মন্তব্যে নিন্দায় সরব ফ্রান্স

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই তাঁর নানা বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র ফ্রান্স। প্যারিসে জঙ্গিহানা রোখার ট্রাম্পের পন্থার নিন্দা করেছে সেদেশের সরকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শহরের মানুষের হাতে বন্দুক থাকলে প্যারিসে ভয়াবহ জঙ্গিহানা রোখা যেত। ট্রাম্পের এহেন আজব নিদানের নিন্দা করেছে ফ্রান্স। প্যারিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এই ধরণের মন্তব্য করার বদলে ওই বিপর্যয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল মার্কিন প্রেসিডেন্টের।

প্রসঙ্গগত ২০১৫ সালের ১৩ই নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় আইসিস সমর্থক ইসলামিক জঙ্গিরা। ওই হামলায় মোট ১৩০ জনের মৃত্যু হয়। গত শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বৈঠকে ট্রাম্প বলেন, ওই দিন প্যারিসের নাগরিকদের হাতে বন্দুক থাকলে জঙ্গিহানা রোখা সম্ভব হত। ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা করেছেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফাসোয়াঁ ওলাদ-ও।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles