28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

অর্থ বরাদ্দের জেরে প্রশ্নের মুখে কলকাতা আই-য়ের শিলান্যাস

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

লন্ডন আইয়ের ধাঁচে কলকাতা আই তৈরির প্রস্তাব অনেক দিনের। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে গড়ে উঠবে প্রস্তাবিত কলকাতা আই। আর এই কলকাতা আইয়ের শিলান্যাস হওয়ার কথা ছিল এই মাসের শেষে। কিন্তু এই মাসে শিলান্যাস হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ নবান্ন সূত্রে খবর, সব ব্যবস্থাপনা হলেও প্রকল্পটির জন্য কোনও টাকাই বরাদ্দ করা হয়নি অর্থ দফতর থেকে!

অপরদিকে প্রশাসন সুত্রে খবর, দরপত্রের মাধ্যমে এই প্রকল্প তৈরির বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। এ জন্য খরচ হবে ৭৩০ কোটি টাকা। কাজের বরাত পাওয়ার ২৪ মাসের মধ্যে প্রকল্প শেষ করতে হবে বলেই দরপত্রে বলা হয়েছে। কিন্তু এই খরচ নিয়েই প্রশ্ন তুলেছে অর্থ দফতর। মূলত এত টাকা খরচ করে প্রকল্প তৈরির পরে সেই টাকা উঠবে কী করে, তা নিয়েই আলোচনা চলছে নবান্নে। এক্ষেত্রে নবান্নের এক কর্তা জানান, যে প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা, তার জন্য চলতি অর্থ বর্ষের বাজেটে কিছুই বরাদ্দ করা হয়নি। ফলে এখন কাজ শুরুর টাকা দেওয়া মুশকিল হবে।

এর পাশাপাশি কেএমডিএ-র এক কর্তা জানান, লন্ডনের যে সংস্থা লন্ডন আই বানিয়েছিলেন, তাঁরা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন, অপরদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও কলকাতা আই নিয়ে বেশ উৎসাহী। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান ২৪ তারিখ প্রকল্পের শিলান্যাস করতে।

এছাড়াও জানা যায়, কলকাতা আই-এর উচ্চতা হবে ১৩৮.৫ মিটার। যার মধ্যে মোট ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাপসুল থাকবে। তার প্রতিটিতে ৩৯ জন করে বসতে পারবেন। অর্থাৎ মোট ৭০২ জনের বসার জায়গা হবে।

এমনকি কলকাতা আইটি প্রতি ঘণ্টায় ০.২ কিলোমিটার গতিতে ঘুরবে বলেই জানা যায়। আর সেটি এক বার ঘুরে থামতে ৩০ মিনিট সময় লাগবে। এই আইয়ের চূড়ায় ওঠার সময়ে কলকাতা এবং হাওড়ার পুরোটাই দেখা যাবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles