30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ও আইসি প্রতিনিধি দল

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

মিয়ানমারের বাস্তচ্যুত নাগরিকদের অবস্থা সরেজমিনে দেখতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছে।

৪ঠা মে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তাজমিয়ার খোলায় যায়। এরপর সেখান থেকে কুতুপালং ডি বন্ডক পরিদর্শন করে। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলে। দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে তারা পুলিশ লাইন মসজিদে জুমার নামাজ আদায় করার কথা রয়েছে। নামাজ শেষে মধ্যাহ্নভোজের পর বিকেলেই প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে একই উড়োজাহাজে রওনা হবার কথা রয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে যোগ দেওয়ার আগে ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার আসেন। এরপরই ওআইসি প্রতিনিধিদল কলাতলীর একটি অভিজাত হোটেল কক্ষে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ও আরআরআরসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বেলা সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক করে। বৈঠক শেষে তারা সড়ক পথে ক্যাম্প পরিদর্শনে যায়। কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ওআইসি প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles