32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

২৫ মে বিশ্বভারতী যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫শে মে শান্তিনিকেতন যাচ্ছেন। বিশ্বভারতীতে গিয়ে তাঁর 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করার কথা রয়েছে। নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে থাকতে পারেন। ৪ঠা মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে শেখ হাসিনার সফরের দিনটি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে একই দিন ফিরে যান উপাচার্য। তার আগে তিনি বলেন, ওই সময়েই আমরা সমাবর্তন অনুষ্ঠানটি করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রীকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। নরেন্দ্র মোদী বোলপুরে আসতে খুবই আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপাচার্যকে ওই দিন জানানো হয়েছে, শেখ হাসিনা আগামী ২৪ তারিখে এসে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সাম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তিনিকেতনে যাবেন। তার আগে মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনে যাচ্ছে। ২৫ কোটি টাকা খরচ করে ভবনটি নির্মাণ করেছে বাংলাদেশ। তবে কেন্দ্র বা বাংলাদেশ সরকারের পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের দিনক্ষণ রাজ্যকে জানানো হয়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles