শান্তনু বিশ্বাস, হাবড়াঃ
৩রা মে উত্তর ২৪ পরগনা জেলার খড়দা থানার অন্তর্গত পাতুলিয়া ব্রাহ্মণপাড়ায় একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কে দিনে দুপুরে ডাকাতি হয়। আর তার ২৪ ঘন্টা পার হতে না হতেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ ঠা মে হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জী হাবড়া শহরের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাঙ্ক সহ এ টি এমে গুলিতে অভিযান চালান।
এমনকি এদিন সকালে হাবড়া থানার পুলিশের ৬টি দল আলাদা হয়ে সমস্ত ব্যাঙ্কের সামনে অভিযান চালান। পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে যাতে পুলিশে খবর দেওয়া হয়। এছাড়া আইসি এটি এম কাউন্টারে উপস্থিত গ্রাহকদের অনুরোধ করেন অরিচিত কাউকে এটিএম দিয়ে টাকা তোলাবেন না। টাকা তোলার পর ‘ক্যানসেল’ বোতাম টিপেন।
অপরদিকে একটি ব্যাঙ্কের বেসরকারি নিরেপওা রক্ষীর বন্দুক থাকলে গুলি নেই। এক্ষেত্রে পুলিশ কে ওই নিরাপওা রক্ষী জানান , তাদের বন্দুকে গুলি ভরে রাখার নিয়ম নেই। মৈনাক বাবু জানান, এখন থেকে ব্যাঙ্কের ও গ্রহকদের নিরেপওা স্বার্থে ব্যাঙ্কে গুলিতে নজরদারি চালাবেন হাবড়া থানার পুলিশ।