Tuesday, March 28, 2023
spot_img

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সিদ্ধান্ত হয় নি: হোয়াইট হাউস

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। মূলত ৩রা মে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে ইরান যে ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে সারা স্যান্ডার্স বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা আসে নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা সবাইকে অবহিত করা হবে বলেও তিনি জানান।

যদিও আগামী ১২ই মে-র মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বার বার বলেছেন, তার মতে এটা হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। তবে ইরান বলছে, ট্রাম্প এ সমঝোতা বানচাল করতে পারেন না কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles