37 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

হাওয়াইয়ের ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

হাওয়াইয়ের ১০ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হওয়াকে কেন্দ্র করেই এ নির্দেশ দেওয়া হয়। এমনকি কোনো কোনো আবাসিক এলাকায় লাভা ঢুকে পড়েছে বলেও খবর পাওয়া যায়।

সুত্রের খবর, আগ্নেয়গিরির উদগীরণের পর ৫ মাত্রার ভূমিকম্প সহ অনেকগুলো ছোট ছোট ভূকম্পনও ঘটেছে। ৩রা মে স্থানীয় সময় শেষরাত সাড়ে ৪ টা থেকে সাইরেনের বিপদ সংকেত বাজানো হচ্ছে। এগিয়ে আসা লাভা স্রোত থেকে রক্ষা পাওয়ার জন্য হাওয়াই বাসীদের সতর্ক করার লক্ষ্যে সাইরেন বাজানো হচ্ছে।

এর দরুন বাতাসে সালফার ডাই অক্সাইডের উপস্থিতি বিপদজনক মাত্রায় বেড়ে গেছে। এ ধরণের বাতাসে শ্বাস নেওয়া মানুষের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এছাড়া, জলের সংস্পর্শে আসার পর অ্যাসিড বৃষ্টিও হতে পারে।

গভর্নর ডেভিড লেগ জরুরি অবস্থা জারি করেছেন এবং সহায়তার জন্য মার্কিন ন্যাশনাল গার্ড পাঠাতে বলেছেন। স্থানীয় কম্যুউনিটি কেন্দ্রগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অপরদিকে ঘরবাড়ি ছেড়ে আসা মানুষদের জন্য দু'টি আশ্রয় কেন্দ্র খুলেছে মার্কিন রেড ক্রুশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles