ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
গবেষণা ও উদ্ভাবনীকে সমর্থন করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে সরকারের। পাশাপাশি এতে কিছু দায়িত্ব থাকে গবেষকদেরও। ২রা মে রাষ্ট্রপতি ভবনের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বেসিক ও অ্যাপ্লায়েড সায়েন্স, হিউম্যানিটিজ, আর্টস ও সোশ্যাল সায়েন্সে গবেষণা এবং প্রযুক্তিগত উন্নতির জন্য গতকাল ভিজিটরস অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, গুণমান সম্পন্ন গবেষণা ও শিক্ষকতার পেশায় জোর দেওয়া উচিত। কারণ, অন্য পেশার তুলনায় এই পেশায় অন্য ধরনের সুবিধে আছে। গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে ধারণার আদানপ্রদান ও স্বাধীনভাবে কোনওকিছু চিন্তার সুযোগ থাকে। মানুষ ও দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হল শিক্ষা। আধুনিক ভারত গড়তে যার ভূমিকা গুরুত্বপূর্ণ।