Friday, March 24, 2023
spot_img

শিশু বান্ধব বাজেট প্রনয়ণের মাধ্যমে শিশু শ্রম কমানো সম্ভব : বাংলাদেশ স্পিকার

মিজান রহমান, ঢাকা:

শিশু বান্ধব বাজেট প্রনয়ণের মাধ্যমে শিশু শ্রম কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। তিনি বলেন, শিশু শ্রম কমালে সামগ্রিক দারিদ্র উন্নয়ন সূচকে উন্নতি হবে। তাই শিশু শ্রমিকদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের কাজ করতে হবে। ২রা মে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্লাটফরম ফর চিলড্রেন’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিসেফ আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সহ সার্কভুক্ত অন্যান্য দেশসমূহের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।

স্পিকার শিরীন শারমিন বলেন, শিশুদের উন্নয়নে সংসদ সদস্যগণ সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেন। বিশেষ করে মহিলা ও শিশু বিষয়ক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো শিশু দারিদ্র কমিয়ে আনতে সুপারিশমালা প্রনয়ণ করতে পারে। এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যগণকে কাজ করার আহ্বান জানান।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ করছে। দরিদ্র ও মেধাবী বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে। মিডডে মিল চালু, ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান ও প্রসূতিকালীন ছুটি প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে মহিলা ও শিশুদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখছে। এ অঞ্চলের এক দেশ অন্য দেশের সাথে অভিজ্ঞতা বিনিময় করে শিশু দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে বলে উল্লেখ করেন তিনি। ইউনিসেফের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডেপুটি ডিরেক্টর ফিলিপ কোরির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মিজ জেন গফ ও সার্ক এর সোশ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মিজ রিশফা রাশেদ।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles