শান্তনু বিশ্বাস, বনগাঁ ঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
আবার আক্রমনাত্মক জ্যোতিপ্রিয় মল্লিক। এবার পথে না হেঁটে সরাসরি মুকুল রায়কে গদ্দার বলে কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী। ২রা মে উত্তর ২৪ পরগনার বাগদা বিধান সভার হেলেঞ্চায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ঠিক এই ভাষাতেই মুকুল রায়কে আক্রমন করলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃনমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি এদিন অভিমান ভেঙে বাগদার ভূমিপুত্র তৃনমূল ছেড়ে যাওয়া বিতর্কিত নেতা দুলাল বরকে সাথে নিয়ে এদিন মঞ্চে দাঁড়িয়ে তৃনমূল নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবার আহ্বান জানান মন্ত্রী।
এছাড়া আরও বলেন,বাগদার প্রতি আমার রাগও ছিল আবার অভিমানও কিন্তু আজ সব ভুলে গিয়ে আবার বাগদায় এসেছি। দুলাল আমাদের ঘরের ছেলে তৃনমূলের পুরোনো সৈনিক। এর পাশাপাশি গাইঘাটার সভায় মুকুল রায়ের বিশ্বাস ঘাতক বক্তব্য প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, মমতা বন্ধ্যোপাধ্যায়কে জাতীয় কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল ৷ তাই তিনি তৃনমূল দল করেছিলেন কিন্তু মুকুল তো নিজেই তৃনমূল থেকে বেরিয়ে গিয়ে দলের গোপন তথ্য বাইরে ফাঁস করছে। ও তো তৃনমূলের সাথে গদ্দারী করছে । মুকুল রায়কে এদিন বাগদার সাধারন একজন তৃনমূলের কর্মীর সাথে তুলনা করে মন্ত্রী বলেন ও এখন বাগদায় এসে সুড়সুড়ি দেওয়ার চেষ্ঠা করছে। এবার বাগদায় এলে মুকুল রায়কে বেঁধে রেখে সাংবাদিকদের খবর দিতে বলেন মন্ত্রী।
যদিও অপরদিকে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুন বিশ্বাস ও হাবড়ার বাপি চৌধুরী খুনে বিচারের প্রসঙ্গ আদালতের বিষয় বলে সুকৌশলে এড়িয়ে যান।