শান্তনু বিশ্বাস, হাবড়া
Thank you for reading this post, don't forget to subscribe!
১২ ই ফেব্রুয়ারি হাবড়া থানার অন্তর্গত নতুনহাট বাজারে গভীর রাত্রে পরপর দুটি সোনার দোকানে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। এই ঘটনায় অনুমানিক প্রায় ৮ লক্ষ টাকার সোনা ও রুপার গহনা চুরি যায়।
সুত্রের খবর, দুটি সোনার দোকানে প্রায় একই কায়দায় দোকানের শাটার ভাঙ্গে চোরের দল। দোকান থেকে প্রায় ৬০ গ্রাম সোনা ও আনুমানিক ৩ কেজি রুপো চুরি হয়েছে বলে জানান দোকানের মালিক বাদল চন্দ্র পাল। পাশাপাশি অপর এক দোকানের মালিক ইন্দ্রজিৎ রায় বলেন, দোকানে থাকা প্রায় ৫৫থেকে ৬০ গ্রাম সোনা ও ৪ কেজি রুপো চুরি যায়।
পুলিশি সুত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন হাবড়া থানার পুলিশ। বর্তমানে গোটা ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।
প্রসঙ্গগত, ১০ই ফেব্রুয়ারি হাবড়া থানার অন্তর্গত কুমড়া বাজারেও একই কায়দায় দুটি সোনার দোকানে চুরি হয়। হাবড়ায় একের পর এক সোনার দোকানে বড়ো সড় চুরি হলেও পুলিশ কোন চুরিরই কিনারা করতে ব্যর্থ। প্রশ্ন উঠছে হাবড়া থানার পুলিশের প্রশাসনিক নজরদারী নিয়ে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক হাবড়া শহরবাসী।