ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউন ও উলটোডাঙা হয়ে বাইপাস পর্যন্ত গ্রিন জ়োন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কার্যকর করতে চলেছে দক্ষিণ দমদম পৌরসভা। ইতিমধ্যে শুরু হয়েছে ব্যানার হোর্ডিং সরানোর কাজ। মূলত ৬ ই জানুয়ারি রাতে দক্ষিণ দমদমের পাতিপুকুর ও লেকটাউন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় ব্যানার ও হোর্ডিং।
এক্ষেত্রে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু গোপাল রায় বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর গ্রিন জোন করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের এলাকায় সেই নির্দেশ না থাকলেও নিজে থেকেই দক্ষিণ দমদমকে গ্রিন জোন করার সিদ্ধান্ত নিয়েছি। তাতে শুধু ব্যানার বা হোর্ডিং নয়, বরং পরবর্তী পর্যায়ে দক্ষিণ দমদমে কেবল তারের জঞ্জালও সরিয়ে দেওয়া হবে।”
মূলত এ বিষয়ে বোর্ড মিটিংয়ে কেবল তারের জট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পৌরসভা। ইতিমধ্যেই কেবলের মালিকদের বিষয়টি নির্দেশ আকারে পৌঁছে দেওয়া হয়েছে। দৃশ্যদূষণ ঠেকানোর সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু গোপাল রায়।