ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১লা মে ইরাকে বন্দুরধারীদের হামলায় মৃত্যু হল অন্তত ১৬ জনের। গুরুতর জখম ৪ জন।
১লা মে সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটে। সালাহুদিন প্রদেশের পুলিশ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আল-জুবৌরি জানান, বাগদাদ থেকে ৩০ কিলোমিটার দূরে দুজেইল শহরের দক্ষিণের একটি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। মেশিনগান দিয়ে গুলি চালাতে থাকে হামলাকারীরা। জানা যায়, ওই তিনটি বাড়ি বিচারপতি রহিম আল-মারজোকের তিন ছেলের। এমনকি আক্রান্তরা সকলেই ওই তিনজনের পরিবারের লোকজন। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। ইরাকি নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা সিল করে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।