শান্তনু বিশ্বাস, গাইঘাটাঃ
১লা মে গাইঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা ভাড়াডাঙা হাইস্কুল মাঠে বিজেপি সুটিয়া অঞ্চল কমিটির ডাকে বিকাল ৪টে নাগাদ মুকুল রায়ের রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হল। এই সভায় মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি প্রদীপ ব্যানার্জী সহ একাধিক রাজ্য ও জেলা নেতা। এর পাশাপাশি প্রায় ৪ হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিতি ছিল বলে বিজেপির দাবি।
এদিন উক্ত সভায় মুকুল রায় বরুণ বিশ্বাসের প্রসঙ্গ টেনে বলেন সেই অর্থে বরুণের প্রকৃত বিচার এখনও হয়নি, প্রয়াগ কর্তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ছবি দেখিয়ে চিটফান্ড প্রসঙ্গ উসকে দিয়ে তিনি বলেন জেলা পরিষদ আমরা দখল করলে ১৮ বছর বয়সী যুবক-যুবতীদের হাতে স্মার্টফোন উপহার দেব। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গ মদ ও ভিক্ষাবৃত্তিতে বিক্রিতে প্রথম নারী নিগ্রহে দ্বিতীয় স্থান অধিকার করেছে দলত্যাগী বেইমান প্রসঙ্গে তিনি বলেন উনি চারবার এমপিও একবার মন্ত্রী হয়ে কংগ্রেস ছেড়েছেন কংগ্রেস দলটাকে ভেঙে দিয়েছেন তাহলে কি উনি বিশ্বাসঘাতক নন। নাম না করে তিনি বলেন তৃণমূলের কোন এক ব্যাক্তি ১২শো কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন ৪ বছরে। তবে এটা তো সবে সিনেমার ট্রেইলার এখনো সিনেমা বাকি আছে বলেও সম্বোধন করেন। এমনকি তিনি ছএধর মাহাতোর সঙ্গে তৃণমূল নেতা মন্ত্রীদের ছবিও দেখান উপস্থিত জনসভায় ৷