ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রতিদিন পারদের পরিমান কমতে থাকায় গোটা রাজ্যে বারছে শীতের প্রভাব। এমনকি রাত বাড়ার সাথে সাথে উত্তর ভারতে সৃষ্টি হয় ঘন কুয়াশার। এর জেরেই বিপর্যস্ত রেল চলাচল।
উল্লেখ্য হাওড়া এবং শিয়ালদহগামী অনেক দূরপাল্লার ট্রেনই নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলছে। আর এই তালিকায় রয়েছে রাজধানী এক্সপ্রেস, কালকা মেল, পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেনও। অপরদিকে ডাউন ট্রেনগুলি দেরিতে আসায় হাওড়া এবং শিয়ালদহ থেকে ট্রেনগুলির ছাড়ার সময়েও পরিবর্তন করা হয়েছে। ফলে বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।
মূলত পূ্র্বা এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, অজমেঢ় এক্সপ্রেস, দূন এক্সপ্রেস, কালকা মেল, যোধপুর এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, অমৃতসর মেল, মুম্বই মেলের মতো হাওড়া বা শিয়ালদহগামী ট্রেন দশ থেকে বারো ঘণ্টা দেরিতে চলছে। পাশাপাশি যোধপুর এক্সপ্রেস প্রায় ২৮ ঘণ্টা দেরিতে চলছে।
এক্ষেত্রে রেল সুত্রে দাবী, উত্তর প্রদেশ, বিহার এবং বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে রাত এগারোটার পর থেকে কুয়াশার দাপট এতটাই বাড়ছে যে দৃশ্যমানতা শূন্যে নেমে যাচ্ছে। ফলে, স্বাভাবিকের থেকে অনেক ধীর গতিতে ট্রেন চালাতে হচ্ছে। অনেক সময় দীর্ঘক্ষণ ট্রেন দাঁড় করিয়ে রাখতে হচ্ছে।