20 C
Kolkata
Thursday, December 7, 2023
spot_img

আমেরিকার পাশাপাশি গোটা বিশ্বের ক্ষতি করবেন না: ট্রাম্পকে ইরান

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, পরমাণু কর্মসূচির দিক দিয়ে ২০১৫ সালের পরমাণু সমঝোতা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার প্রযুক্তি ও দক্ষতা তেহরানের রয়েছে।

তিনি ৩০শে এপ্রিল তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “পরমাণু সমঝোতার মাধ্যমে জনগণকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা যদি পূরণ করতে না পারি তাহলে ওই সমঝোতা স্বাক্ষরের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। এমনকি আমরা পরমাণু কর্মসূচিকে তার চেয়েও অনেক শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারব।”

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন, “আমি বাস্তবতার নিরিখেই একথা বলছি। এটি নিছক কোনো হুমকি নয়।”

প্রসঙ্গগত ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা এনে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে তেহরান। আমেরিকা নিজে ওই চুক্তিতে সই করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে ওয়াশিংটনকে বের করে নেবেন বলে হুমকি দিচ্ছেন।

তার এ হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করলেন। সালেহি ট্রাম্পকে তার হুমকি বাস্তবায়নের ব্যাপারে সতর্ক করে দিয়ে আশা প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট শুভবুদ্ধির পরিচয় দিয়ে এমন কোনো সংকট সৃষ্টি করবেন না যাতে আমেরিকার পাশাপাশি গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles