ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
আজ ১লা মে আর এদিনই ৩০শে পা দিলেন অনুষ্কা শর্মা। বিয়ের পর এটাই অনুষ্কার প্রথম জন্মদিন। আর তাই এদিন ভারতীয় স্কিপার বিরাট কোহলি স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কেটে ইন্সাটাগ্রামে ছবি পোষ্ট করলেন কোহলি। ছবির সাথে ক্যাপশনে বিরাট লেখেন, হ্যাপি বার্থ ডে মাই লভ…। আমার জীবনের সবচেয়ে ইতিবাচক এবং সৎ ব্যক্তি। ভালবাসা।
Happy B’day my love. The most positive and honest person I know. Love you ♥️ pic.twitter.com/WTepj5e4pe
— Virat Kohli (@imVkohli) May 1, 2018
সম্প্রতি আইপিএল-এর সৌজন্যে বিরুষ্কা এখন একসঙ্গে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন। স্টেডিয়ামে যখন খেলায় মেতে থাকছেন বিরাট, তখন গ্যালারি থেকে চিয়ার আপ করতে দেখা যাচ্ছে অনুষ্কাকে।
প্রসঙ্গগত, গত ডিসেম্বরে ইতালির টাস্কানিতে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা। বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামীর থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার পর অনুষ্কা তাঁর এই বছরের পরিকল্পনার কথা সকলকে জানালেন। পড়ে দেখুন কী পরিকল্পনা রয়েছে তার।
— Anushka Sharma (@AnushkaSharma) May 1, 2018
আর নিজের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে একটি পশুদের জন্যে নিরাপদ আস্থানাও তৈরি করছেন অনুষ্কা। মুম্বই থেকে কিছু দূরেই থাকছে সেই আস্থানা। সেখানে পশুদের সবধরনের সেবা, ভালবাসা, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনুষ্কা। অনুষ্কার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পশুদের জন্যে এমন নিরাপদ স্থান তৈরি করা। সেই স্বপ্নপূরণের জন্যে সকলের আশীর্বাদ এবং সাহায্য চেয়েছেন অনুষ্কা।