Saturday, August 13, 2022
spot_img

পিছিয়ে গেল ‘গেম অফ থ্রোনস’ এর নতুন সিজন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২০১৮ সালে সম্প্রচারিত হবে না ‘গেম অফ থ্রোনস’ এর কোন সিজন। যার জেরে ‘গেম অফ থ্রোনস’এর শেষ বা অন্তিম সিজন দেখা যাবে ২০১৯ সালে। এমনটাই জানানো হয় এইচবিও র তরফ থেকে।

প্রসঙ্গগত অন্যান্য বছরের তুলনায় ২০১৭ সালে ”গেম অফ থ্রোনস”-এর সম্প্রচার দেরিতে শুরু হয়েছে। প্রতি বছর এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হলেও ২০১৭-য় শুরু হয়েছে জুলাই থেকে। কারণ, ধারাবাহিকের অনেক পর্বের শ্যুটিং হয়েছে জমাট বরফে। ফলে শ্যুটিং শেষ করতে সময় লেগেছে প্রযোজকদের।

উল্লেখ্য ২০১৭ সালের জুলাই থেকে দেখানো হয়েছিল ”গেম অফ থ্রোনস”-এর সপ্তম সিজন। অষ্টম সিজন দেখার জন্য মুখিয়ে বসে আছে বিশ্বজোড়া কয়েক কোটি ফ্যান। সম্প্রতি এক ব্লগ পোস্টে এইচবিওর তরফে লেখা হয়েছে, গেম অফ থ্রোনসের অষ্টম ও শেষ সিজন সম্প্রচারিত হবে ২০১৯ সালে। তবে ২০১৯ সালের কোন মাসে তা দেখানো হবে সে নিয়ে মুখ খোলেনি তারা।

মূলত সপ্তম সিজনেই ধারাবাহিকের বেশ কয়েকটি রহস্যের উন্মোচন হতে শুরু করেছিল। শেষ সিজনে তার সম্পূর্ণ হদিশ মিলবে বলে আশাবাদী ”গেম অফ থ্রোনস’-এর দর্শকরা।

Related Articles

Stay Connected

0FansLike
3,432FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles