23 C
Kolkata
Tuesday, March 26, 2024
spot_img

৪৮ ঘন্টার পর গ্রেফতার তৃণমূল দুস্কূতী, বিক্ষোভ তুলল বসিরহাট আইনজীবী

শান্তনু বিশ্বাস, বসিরহাট :

প্রায় ৪৮ ঘন্টা পর গ্রেফতার বসিরহাট তপামির্জাপুর গ্রামের বাসিন্দা বাসুদেব গিরি। ২৬শে এপ্রিল গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।

সুত্রের খবর, বিগত সোমবার মনোনয়নের দিন আইন সংক্রান্ত কাজে গিয়ে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে আইনজীবী সুব্রত সানাকে মারধরের অভিযোগ ওঠে তৃনমুল আশ্রীত দুস্কৃতিদের বিরুদ্ধে। এরপর সেই দিন থেকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আইনজীবীদের পক্ষ থেকে। এমনকি সিসিটিভির ছবিতেও ওই আইনজীবীকে নিগ্রহের সময় ধরে পড়ে বাসুদেবের ছবি। আর তারপরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার থেকে কোর্টের কাজ বন্ধ করে আন্দোলন ও বিক্ষোভ শুরু করেছিলেন আইনজীবীরা। যদিও ঘটনার দিন থেকে অভিযুক্ত বেপাত্তা থাকায় ২৬শে এপ্রিল ভোরে তপারচর এলাকার একটি মাছের ভেড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অবশেষে পুলিশের হাতে ধরা পড়ার পরই আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনরত আইনজীবীরা। ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ৩০৭,১৪৭,১৪৮,১৪৯,৪৪৭,১৮৮,৩২৬ ও ৫০৬ আই পি সি ধায়ার মমলা রুজু করে ২৭শে এপ্রিল বসিরহাট আদালতে তোলা হয়। তবে এই ধারা গুলির মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে বলে জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles