39 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাবান্ধা ফুলবাড়ি স্থলবন্দরে জয়েন্ট রিট্রিট উদ্বোধন

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন করা হয়েছে। বিজিবি-বিএসএফ এর যৌথ আয়োজনে ২৭শে এপ্রিল বিকেলে বিএসএফ এর মহাপরিচালক কিষান কুমার শর্মা এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনূর ইসলাম জয়েন্ট রিট্রিট সিরিমনি উদ্বোধন করেন। দুই মহাপরিচালক জয়েন্ট রিট্রিট এর মোড়ক উম্মোচন, বেলুন উড়ানোর মাধ্যমে এই রিট্রিট উদ্বোধন করা হয় এবং স্মারক চিহ্ণ বিনিময় করা হয়। উদ্বোধন শেষে দুই বাহিনীর যৌথ অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করা হয়। বাংলাবান্ধা স্থলবন্দরের আগে দেশের আরও কয়েকটি স্থান ও বন্দরে এই যৌথ রিট্রিট অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রসঙ্গগত গত ২৩শে এপ্রিল ঢাকার পিলখানায় বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে দুই মহাপরিচালক বাংলাবান্ধায় এই জয়েন্ট রিট্রিট উদ্বোধন করলেন। এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মুজিবুর রহমান, নাহিদুল ইসলাম খান, জেলা প্রশাসক জহিরুল ইসলাম, বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি ড. রাজেশ মিশরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুই দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি বেসকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles