34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

কোকেন-চক্রের পান্ডার ১০ বছরের কারাদণ্ড

অরিন্দম রায় চৌধুরী, বেঙ্গল টুডেঃ

Ang Tsering Ubathaen ওরফে জনি। আদতে বাসিন্দা সিকিমের। কলকাতায় এসে কোকেন বিক্রির ব্যবসা খুলে বসেছিল। মূল ঘাঁটি ছিল এন্টালির এক গোপন ডেরায়। মূলত কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিত মাদকের বিষ। বিনিময়ে মোটা টাকা এবং বিলাসবহুল জীবনযাপন। দামি মদ, পাঁচতারা হোটেলে প্রায়ই রাত্রিবাস, রেসকোর্সে দেদার টাকা উড়নো। যাতায়াত Honda-র দামি মডেলের চার চাকায়।

গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স শাখার এবং এন্টালি থানার অফিসারদের যৌথ প্রয়াসে গ্রেফতার হয়েছিল জনি। প্রায় ৬ বছর আগে। ২০১২-র জুনে। বাজেয়াপ্ত হয়েছিল ১৩২ গ্রাম কোকেন, নগদ প্রায় লাখখানেক টাকা, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ঝাঁ-চকচকে হন্ডা গাড়িটিও। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছিলেন নার্কোটিক্স বিভাগের তৎকালীন সাব-ইনস্পেকটর অমিত চ্যাটার্জী (বর্তমানে কর্মরত চিৎপুর থানায়)। এবং দায়িত্ব পালন করেছিলেন একমুখী নিষ্ঠায়।

ফল মিলল ২৬শে এপ্রিল, পূর্ণতা পেল তদন্ত। আদালতের বিচারে দোষী সাব্যস্ত হল জনি। দণ্ডিত হল ১০ বছরের সশ্রম কারাদণ্ডে। জরিমানা ধার্য হল ১ লক্ষ টাকা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles