অরিন্দম রায়চৌধুরী, বেঙ্গল টুডেঃ
২৭শে এপ্রিল খড়দহ রুইয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বন্ধ চায়ের দোকান থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃতের নাম দেবব্রত সরকার(৩৫)।
পুলিশি সুত্রে খবর, এদিন খড়দহ থানার অন্তর্গত রুইয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বন্ধ চায়ের দোকান থেকে বছর ৩৫-এর দেবব্রত সরকার নামে এক যুবকের দেহ। তবে পুলিশের প্রাথমিক অনুমান মদের আসরে বচসার জেরে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে যুবককে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।