ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
১০ ই ফেব্রুয়ারি বিদেশে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বাঙালি বিজ্ঞানীর। মৃতের নাম স্নিগ্ধদীপ দে। বাড়ি হুগলির উত্তরপাড়ায়।
মূলত বায়োলজি নিয়ে পড়াশোনা করে স্নিগ্ধদীপ বিগত ৫ বছর ধরে একটি সংস্থার গবেষণার কাজে প্যারিসে যান এবং সেখানেই থাকতেন। সম্প্রতি জানুয়ারি মাসে নিজের বাড়ি উত্তরপাড়াতেও ঘুরতে আসেন স্নিগ্ধদীপ। আর তারপরই চারদিন আগে পরিবারের কাছে স্নিগ্ধদীপের মৃত্যুর খবর আসে। ছেলের মৃত্যুর খবরে স্নিগ্ধদীপের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তবে কিভাবে হঠাৎ স্নিগ্ধদীপের মৃত্যু হল সে নিয়ে পরিবারের লোকেদের মনে রয়েছে সন্দেহ। বর্তমানে স্নিগ্ধদীপের মৃত্যুর কারণ জানতে পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছেন তাঁর পরিবার।
You May Share This