Tuesday, March 28, 2023
spot_img

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহন করার দ্বিতীয় দিনে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ২৫শে এপ্রিল জানান, ‘রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন’। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। আবদুল হামিদ গত মঙ্গলবার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি শুক্রবার তাঁর নিজ শহর কিশোরগঞ্জের মিঠামইন যাবেন। রাষ্ট্রপতি তাঁর মরহুম পিতা মাতা যথাক্রমে হাজী মোহাম্মদ তৈয়বউদ্দিন এবং মাতা তমিজা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করবেন। রাষ্ট্রপতি পরে স্থানীয় জনগনর সঙ্গে মতবিনিময় করবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles