ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
মানকুণ্ডু কলেজের হস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম স্বপ্নীল সিং। ২৪শে এপ্রিল থেকে এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, স্বপ্নীলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কে ফাটল ধরতেই নাকি সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার সহপাঠীদের দাবি, এরপরই সে আত্মহত্যার পথ বেছে নেয়।
তবে এই কথা মানতে নারাজ স্বপ্নীলের পরিবার। তার বাবা জ্যোতি কুমার সিং বলেন, “নিজের ইচ্ছাতেই ও এই কলেজে ভর্তি হয়েছিল। তিন বছর ধরে তো ভালোই পড়াশোনা করছিল। গত ফেব্রুয়ারি মাসে পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানেও যোগ দিতে এসেছিল। কোনও সমস্যাই ছিল না।”
অন্যদিকে স্বপ্নীলের বন্ধু কুশল নাগ বলে, “ও খুব চাপা স্বভাবের ছেলে ছিল। তবে ওর প্রেমের সম্পর্কের কথা কারোর কাছেই অজানা ছিল না। সম্পর্কের মধ্যে তো টানাপোড়েন চলতেই থাকে। তবে এমন একটা পদক্ষেপ যে ও নিতে পারে, সেটা কেউ কল্পনা করতে পারিনি।”