Tuesday, March 28, 2023
spot_img

পেরুতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪৮

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

পেরুর রাজধানী লিমায় বাস দুর্ঘটনায় মৃত্যু ৪৮ জন যাত্রীর। ২ রা জানুয়ারি হুয়াচো থেকে লিমাগামী বাসটি প্যান আমেরিকার সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। আর ঠিক সে সময় বাসটিতে ৫৭ জন যাত্রী উপস্থিত ছিল বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ।



পুলিশি সুত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জন যাত্রীর। কিন্তু পরে ঘটনাস্থল থেকে ৩৬ জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়। এর পাশাপাশি বাসের মধ্যে থেকে উদ্ধার করা হয় আর ১২ জনের দেহ এবং ৬ জন জখম ব্যক্তিকে। মূলত আশঙ্খাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।



প্রসঙ্গগত সড়কটির এই অংশটি অর্থাৎ ঘটনাস্থলটি ‘কুরভা দেল দিয়াবলো’নামে খ্যাত অর্থাৎ ‘শয়তানের বাঁক’। এমনকি পেরুতে প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেও জানা যায়।



উল্লেখ্য, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত’ এমনটাই জানায় পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলে কুচজাইনস্কি। পাশাপাশি তিনি দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনাও প্রকাশ করেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles