26 C
Kolkata
Tuesday, March 26, 2024
spot_img

ফের লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যা

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রামঃ

২৪শে এপ্রিল ফের লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যা। এদিন সকাল বেলায় প্রতিদিনের ন্যায় জঙ্গলে কাঠ কুড়ানো ও পাতা তোলার কাজে গিয়েছিল গ্রামের মহিলারা। বাঘের আতঙ্ক চলে গেলেও ফের যেন একটা আওয়াজ পেয়ে প্রথমে আতকে উঠেছিলেন পাখি ও সুলেখা চালকরা। তারপর একটু সময় ধরে ভালো ভাবে আওয়াজ শোনার পর সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে জঙ্গলে পাতার উপর পড়ে রয়েছে এক সদ্যজাত শিশু কন্যা। আর বাচ্চার গায়ে যেন কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। এবং বাচ্চাটি খিদের চোটে চিৎকার করছে। অসহায় ভাবে পড়ে থাকা বাচ্চাকে দেখে মায়া সমলাতে না পেরে কোলে তুলে নেন সুলেখা চালক। ততক্ষনে জঙ্গলে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকা সি আর পি এফ কে খবর দেওয়া হলে তারা তৎক্ষনাৎ জঙ্গলে গিয়ে হাজির হয় এবং লালগড় হাসপাতালে খবর দেওয়া হলে গাড়ী পাঠিয়ে তাদের কাছ থেকে শিশু কন্যাকে লালগড় হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং শিশু কন্যাকে সুস্থ করে তোলা হয়। পরে শিশু কন্যাকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়।

ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহেশ্বর মান্ডি বলেন, পুলিশ জঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় শিশু কন্যাকে উদ্ধার করে লালগড় হাসপাতালে পাঠানো হলে তারা শিশু কন্যাকে সুস্থ করে ঝাড়গ্রাম হাসপাতালে হস্তান্তর করেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles