শান্তনু বিশ্বাস, মিনাখাঁ:
২৪শে এপ্রিল বসিরহাট মহকুমা মিনাখাঁ মালঞ্চ বাজারে যাত্রী তোলা নিয়ে বসচার জেরে সরকারী বাসের চালককে মারধরের অভিযোগ উঠল বেসরকারী বাসের কন্টেকটার বিরুদ্ধে। অভিযুক্তের নাম মনিরুল ইসলাম। যদিও আপাতত পলাতক অভিযুক্ত মনিরুল ইসলাম।
স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে উল্টোডাঙা-কানমারী রুটের ডাব্লিউ বি টি সি বাসের ডাব্লিউ বি১১-ডি২৯৪৮ নং গাড়ি কানমারী থেকে উল্টোডাঙায় আসছিল। মালঞ্চ বাজারের তিন মাথার মোড়ের স্টপেজের কাছে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এমন সময় স্থানীয় একটি বেসরকারী বাসের কন্টেকটার মনিরুল ইসলাম ওই সরকারী বাসের চালক কে ওই স্টপেজের থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যেতে বলায় ডাব্লিউ বি টি সি গাড়ি চালক সঙ্গে বসচা শুরু হয়। বসচা চলাকালীন হাঠাৎ ওই বেসরকারী বাসের কর্মী মনিরুল ইসলাম ডাব্লিউ বি টি গাড়ী চালক হায়দার আলি মণ্ডলকে জামার কলার ধরে গাড়ির মধ্যে মারধর করে। এমনকি ওই গাড়ীর আয়নাও ভাঙচুর করে পালিয়ে যায় বলে জানা যায়।
এরপর সরকারী বাসের চালক হায়দার আলি মণ্ডল অভিযুক্ত বেসরকারী বাসের কন্টেকটার মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে আপাতত পলাতক অভিযুক্ত বেসরকারী বাসের কন্টেকটার মনিরুল ইসলাম। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।