ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
২৩শে এপ্রিল সন্ধ্যাবেলায় জম্মু ও কাশ্মীরের কৃষ্ণ সেক্টর উপত্যকায় ভারতীয় সেনাদের উপর পাক সেনারা বোমা বর্ষণ করলে বেশ কিছু ভারতীয় সেনা আহত হন। এরপর ২৪শে এপ্রিল ভারতীয় সেনারা ঘটনার প্রত্যুত্তরে পাকিস্তানের ভট্টল ভূখণ্ডে ৫জন পাক সেনাকে নিহত করেন। পাশাপাশি পাকিস্তান সেনাদের বেশ কিছু পোষ্ট এবং বাংকার ধ্বংস করে দিয়েছেন বলেও জানা যায়।