26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

অবশেষে ছাড়পত্র মিলল মুখ্যমন্ত্রীর স্বপ্ন কলকাতা আই-এর

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

ব্রিটেনের রাজধানি লন্ডনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হল লন্ডন আই। সেখান থেকেই গোটা লন্ডণ শহর দেখতে পাওয়া যায়। এমনকি লন্ডনে বেড়াতে গিয়ে কেউ লন্ডন আই চড়েননি এমন ব্যক্তিও বিরল। আর তাই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই সেই লন্ডন আইয়ের ধাঁচে কলকাতা আই তৈরির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। তবে তার সেই স্বপ্ন পরিবেশমন্ত্রকের ছাড়পত্র না মেলেয় এতদিন বাস্তবায়িত হতে পারেনি, কিন্তু অবশেষে লন্ডন আইয়ের ধাঁচে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কলকাতা আই প্রকল্পকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। এবং আগামী ২৪ জানুয়ারি মিলেনিয়াম পার্কে প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।



উল্লেখ্য ব্রিটেন, সিঙ্গাপুর, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর কলকাতায় হতে চলেছে বিশ্বের চতুর্থ আই। লন্ডন আইয়ের উচ্চতা ১৩৫ মিটার ও ১২০ মিটার বৃত্তাকার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হাই রোলারই বিশ্বের উচ্চতর নাগরদোলা। তার উচ্চতা ১৬৭.৬ মিটার। কলকাতা আই-এর উচ্চতাও ১৫০ থেকে ১৮০ মিটারের মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে বিশ্বে উচ্চতম নাগরদোলা পেতে পারে কলকাতা। নির্মাণ সম্পূর্ণ হলে কলকাতা তথা বিশ্বের পর্যটকদের আরও একটা গন্তব্য তৈরি হবে, তা বলাই বাহুল্য।

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles