Friday, March 24, 2023
spot_img

সিরিয়া সংকট সমাধানে ব্যর্থতা স্বীকার করলেন জাতিসংঘ মহাসচিব

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস স্বীকার করেছেন যে, সিরিয়া সংকট সমাধানে তারা সক্ষম নয়। সুইডিশ টিভি চ্যানেল এসভিটি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

২৩শে এপ্রিল তাঁর সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে বিদ্যমান মতপার্থক্যের কারণে সিরিয়া সংকট সমাধান সম্ভব হচ্ছে না।

চলতি বছরের ৭ই এপ্রিল দামেশকের পূর্বাঞ্চলীয় গৌতায় যে হামলা হয়েছিল ওই হামলাকে পশ্চিমারা রাসায়নিক হামলা বলে উল্লেখ করছে। আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন ওই হামলাকে অজুহাত করে সিরিয়ায় যৌথ হামলা চালিয়েছে। ৫০ মিনিটের মধ্যে সিরিয়ার বিভিন্ন অবস্থানে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ওই তিন দেশ। রাশিয়ার ভাষ্য অনুযায়ী সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ওইসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে

সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। রাশিয়াও বলেছে সিরিয়ায় হামলা করার লক্ষ্যে এই অভিযোগ ছিল বানোয়াট।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles