ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
নতুন বছরের শুরুতেই শীতের ফিরে আসার সম্ভাবনা ছিল। মুলত বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে আকাশ মেঘলা হচ্ছিল। ফলে রাতের তাপমাত্রাও বেড়ে যাচ্ছিল। ওই ঘূর্ণাবর্তটি সরে যেতেই মঙ্গলবার অর্থাৎ ২ রা জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হতে শুরু হয়। আর তারপরই ৩ রা জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।
আবহাওয়া দফতর সুত্র খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও এখনও পর্যন্ত এটাই মরসুমের শীতলতম দিন। আগামী কয়েক দিনে পারদ আরও নামবে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও নেমেছে তাপমাত্রার পরিমান যথা বাঁকুড়ায় তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক), জলপাইগুড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক) এবং মালদায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।