শান্তনু বিশ্বাস, অশোকনগর:
Thank you for reading this post, don't forget to subscribe!
২২শে এপ্রিল অশোকনগর-কল্যানগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে সম্পত্তি লোভে তার ছেলে ও বৌমা রক্তাক্ত করে বলে অভিযোগ। বৃদ্ধার নাম প্রিয় বালা সাহা।
স্থানীয় সুত্রে খবর, ৯০ বছর বয়সী প্রিয় বালা সাহা তার নিজের বাড়িতে থাকতেন। তার ৩ ছেলে, এক ছেলে কলকাতায় থাকেন কাজের দরুন। ছোট আর মেজো ছেলে অশোকনগরের বাড়িতে থাকেন। বৃদ্ধা মা তার মেজো ছেলে প্রনব সাহা এবং বৌমা রত্না সাহার কাছেই থাকেন এবং ছোট ছেলে সুজিত সাহা এবং বৌমা রিংকু সাহা দীর্ঘদিন ধরে মাকে খেতে পরতে দেন।
অভিযোগ, বৃদ্ধার মেজো ছেলে প্রনব সাহা এবং বৌমা রত্না সাহার কাছে থাকায় তার উপর দীর্ঘদিন ধরে শারিরীক ও মানসিক অত্যাচার চালাত তারা। এমনকি ঘটনার দিন সকালে ছোট ছেলে সুজিত এবং বৌমা রিংকু সাহা মাকে সম্পত্তি লিখে দিতে চাপ দেওয়ায় রাজি না হওয়ায় খুন্তি দিয়ে মেরে রক্তাক্ত করে বলে অভিযোগ। পাশাপাশি বৃদ্ধার মেজো ছেলে মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলেও জানান আর এক ভাই। যদিও ঘটনার পরে সাথে সাথে বৃদ্ধাকে অশোকনগর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং ঘটনার বিবরন দিয়ে মেজো ছেলে ও বৌমার বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার ছোট ছেলে ও বৌমা। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।