ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
২২শে এপ্রিল প্রয়াত হলেন ভের্ন ট্রয়। তিনি ছিলেন সবার থেকে আলাদা। তাঁর স্বাভাবিকের থেকে কম উচ্চতাই ছিল তার আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি ছিল তার অসামান্য অভিনয় দক্ষতা। তাঁর কমিক সেন্সে মুগ্ধ হয়েছে বিশ্বের সিনেমা প্রেমিকরা। ২১শে এপ্রিল রাতে আমেরিকার এক হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
ভের্ন অ্যাখোনন্ড্রোপ্লসিয়া ডোয়ার্ফিমিজ অসুখে আক্রান্ত ছিলেন। এই রোগের জেরেই তাঁর উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চিতে থেমে যায়। কিন্তু এই কম উচ্চতাকেই কাজে লাগান তিনি। বেছে নেন সিনেমা জগতকে। দর্শকদের উপহার দেন একের পর এক অসাধারণ চরিত্র। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২১শে এপ্রিল তাঁর মৃত্যু হয়। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, তাঁর অসুস্থতার কারণ অতিরিক্ত মদ্যপান।
ভের্ন ট্রয় অভিনীত কয়েকটি বিখ্যাত সিনেমা হল মিনি মি, হ্যারি পটার অ্যান্ড দা ফিলোজফার স্টোন, অস্টিন পাওয়ার সিরিজ, পিনাচিওজ রিভেঞ্জ, হার্ড ক্যাশ ইত্যাদি।