ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২ রা জানুয়ারি বর্ধমানে মাটি উৎসব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যে আশ্রয়হীন মানুষদের জন্য বাড়ির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি তিনি বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন। জেলায় ৪টি পাওয়ার সাব স্টেশন, ৫টি কৃষক মান্ডি তৈরি করা হবে। এছাড়া নিম্ন দামোদর এলাকায় বন্যার প্রকোপ কমাতে ২৭০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মূলত ২৯ শে জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে পাঁচ লাখ পরিবারের হাতে ‘বাংলার বাড়ি’ তুলে দেওয়া হবে। অর্থাৎ ওইদিন ওই পাঁচ লাখ বাড়ির আনুষ্ঠানিক শিলান্যাস করা হবে। এবং বাংলা আবাস যোজনায় রাজ্যের মোট ৮ লাখ মানুষকে বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর এদিন অর্থাৎ ২ রা জানুয়ারি বর্ধমান থেকে বীরভূম যান মুখ্যমন্ত্রী। এমনকি সেখানেও ৩ রা জানুয়ারি তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের সুচনা করবেন বলে জানা যায়।