ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন বিশেষ আদালতে সাজা ঘোষণা করার কথা ছিল। তবে আইনজীবী ভিন্দেশওয়ারী প্রসাদের মৃত্যুর ফলে সাজা ঘোষণা একদিন পিছিয়ে দেওয়া হল। অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনায় সাজা ঘোষণা করা হবে।
প্রসঙ্গগত গত ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত দেওঘর ট্রেজারি লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে। আজ সেই মামলার সাজা ঘোষণার কথা ছিল। এমনকি এই মামলায় যাতে সত্তরোর্ধ্ব লালুপ্রসাদকে ন্যূনতম সাজা ঘোষণা করা হয় সেজন্য আদালতের কাছে প্রার্থনা করা হবে বলে জানান তার আইনজীবী।