35 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

পুতিনকে দাওয়াত দিলেন ট্রাম্প

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দাওয়াত দিয়েছেন। ২০শে এপ্রিল এক ফোনালাপে ট্রাম্প এই দাওয়াত দেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপের সময় বলেন, রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউজ সফরে গেলে তিনি খুশি হবেন এবং এ সফরের পর তিনি ফিরতি সফরে রাশিয়া যেতে পারলে খুশি হবেন। ট্রাম্পের দাওয়াত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা জানিয়েছেন।

ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এমন সফরের বিষয়টি কয়েকবার বলেছেন। সে কারণে আমরা আমেরিকার বন্ধুদের বলতে চাই যে, আমরা কোনাকিছু চাপিয়ে দিতে চাই না আবার আমরা অভদ্র আচরণও করতে চাই না। আমরা বিষয়টি নিয়ে এমনভাবে এগুতে চাই যাতে ট্রাম্প তার প্রস্তাব বাস্তবায়ন করতে পারেন।”

পুতিন যদি আমেরিকা সফরে যান তাহলে গত বছরের জুলাই মাসের পর এই হবে দুই নেতার মধ্যে সরাসরি কোনো বৈঠক। জার্মানিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে দু নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন। যখন রাশিয়া ও আমেরিকার মধ্যে সিরিয়া, ইউক্রেন এবং ন্যাটো ইস্যুতে মারাত্মক উত্তেজনা চলছে তখন ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে দাওয়াত দিলেন। ট্রাম্প কয়েকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন তার দেশের জন্য মঙ্গলজনক।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles