সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:
পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন ৪ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ২১শে এপ্রিল ঝাড়গ্রাম থানার শালবনি এলাকার পেট্রোল পাম্পের কাছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় জখম হয়েছেন ঝাড়গ্রাম শহরের নুননুনগেড়িয়ার মাখনলাল মান্ডি(৬৫),তার ছেলে রবীন্দ্র প্রসাদ মান্ডি(৩০) এবং মাখনলালের শালি লক্ষীরানী মুর্মু(২৬)। গুরুতর জখম হয়েছেন পন্যবাহী ট্রাকের চালক ঝাড়গ্রাম শহরের বাসিন্দা জহরলাল যাদব(৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ঝাড়গ্রাম থানার শালবনি এলাকার পেট্রোল পাম্পের কাছে পন্যবাহী ট্রাকটির মুখোমুখি চলে আসে বাইকটি। বাইকটি চালাচ্ছিলেন রবীন্দ্র প্রসাদ মান্ডি। ওই বাইকেই ছিলেন মাখনলাল এবং লক্ষীরানী। রবীন্দ্র প্রসাদের মাথায় হেলমেট ছিল। পুলিশ জানিয়েছে শালবনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ট্রাকের সামনে গিয়ে ধাক্কা মারে। ট্রাকের চালক বাইক আরোহীদের বাঁচাতে রাস্তার ধারে গাড়িটিকে কাটিয়ে গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হন ট্রাকের চালক সহ বাইক আরোহীরা। দূর্ঘটনার পর রক্তাক্ত আহতদের স্থানীয় মানুষজন এবং পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।