ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ
২১শে এপ্রিল সকালে ব্যারাকপুর মঙ্গলপান্ডে ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ ব্যারাকপুরের পানশালার মালিক হরপিত সিং পারমার ওরফে বিল্লা (৫৮)। ঘটনার সময় তার সাথে তার ছেলেও ছিল বলে জানা যায়।
মূলত প্রত্যেকদিনের মতো এদিও গঙ্গায় স্নান করতে যান ব্যারাকপুর পানশালার মালিক হরপিত সিং পারমার ওরফে বিল্লা (৫৮)। প্রত্যক্ষদর্শীদের মতে, এরপর গঙ্গায় নামার খানিক পরেই তলিয়ে যান তিনি। ঘটনার খবর পাওয়ার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর থানার পুলিশ এবং দেহের খোঁজে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি বলেই জানা যায়।