ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
দেশ জুড়ে বাড়ল ডিজেল ও পেট্রলের দাম। কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল ৭৬.৭৮ টাকা। ডিজেলের দাম ৬৮.০১ টাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বই, চেন্নাই ও দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮১.৯৩ টাকা, ৭৬.৮৫ টাকা ও ৭৪.০৮ টাকা। এর মধ্যে দিল্লির মূল্যবৃদ্ধি সর্বোচ্চ। ভেঙেছে গত সাড়ে ৪ বছরের রেকর্ড। শেষবার ২০১৩ সালের সেপ্টেম্বরে রাজধানীতে পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ৭৪.১০ টাকায়। তারপর থেকে আর কখনওই দাম এত বাড়েনি।
কেবল পেট্রল নয়, ডিজেলের দামও বেড়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৮.০১ টাকা, ৬৫.৩১ টাকা, ৬৯.৫৪ টাকা ও ৬৮.৯০ টাকা।